ভালোবাসা
********নাসরিন জাহান মাধুরী
একপেশে জীবন, চোখ খুললেই ধূসর দেয়াল
চোখ সয়ে গেছে সেই কবে।
পাশ ফিরলে ছুঁতে পারি হাত দিয়ে–
মন দিয়ে কবে ছুঁয়েছিলাম ভুলে গেছি–
জীবন চলে যায় চলে যায়–
কোনদিন চুলে ফুল গুজে দাওনি
তাই বলে বলবো না ভালোবাসোনি।
মুখে বলোনি ভালোবাসি,তাতেই বা কি!
একদিন মুগ্ধতা নিয়ে তাকিয়ে ছিলে–
তাতেই জীবন কেটে গেছে–
আটপৌরে জীবনে ভালোবাসা গুলো
ভাজে ভাজে আটকে থাকে
আলমারির তাকে তাকে
চায়ের টেবিলে–
তাকে নিয়ে আহ্লাদের সময় কই?
দেয়ালে ঝুলে থাকা মাকড়শার জালের মতো
ভালোবাসা সেই কবে পুরোনো হয়ে গেছে–
স্থান নিয়েছে অভ্যাস,পাশাপাশি থাকার অভ্যাস।