ভারতের কবি হেদায়তুননেসা রিমু এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা“নিষ্পাপ প্রেম ”

449
ভারতের কবি হেদায়তুননেসা রিমু

______নিষ্পাপ প্রেম________

        ____হেদায়তুননেসা রিমু__________

তোর ওই নিকোটিনের আগুনে পোড়া ঠোঁট,
জামার বোতাম খোলা বুক,নেশা ধরানো চোখ,
মাঝে মাঝে শরীর ঘেঁষে থাকা দুষ্টুমির হাত,
ঝগড়া, খুনসুটি করে কাঁদো কাঁদো হয়ে জড়িয়ে
ধরে ভালোবাসার তীব্র আলিঙ্গন,চোখে চোখ
রেখে আলতো ছোঁয়ায় দুই ঠোঁটের মিলন।
আঙ্গুলের মাঝে আঙ্গুলের গভীর সংস্পর্শ,
কাঙ্খিত হৃদয়ের এক টুকরো খুশির আনন্দ
যখন অস্ত যাওয়া সূর্যের মত গভীর প্রেম ছুঁয়ে যায় মনের আনাচে কানাচে।
মিলনের সুর বেজে উঠে আকাশে বাতাসে।
মন্দিরের ঘন্টার আওয়াজ আর মসজিদের আজানের সুরে মিশে যায় দুটি মনের নিষ্পাপ ভালোবাসা।
একাত্ম হওয়ার এক অনাবিল সুখ স্পর্শ করে যায় দেহ মনে।
স্বর্গের সুখ যেন ধরার বুকে।
অন্তর জুড়ে খুশির আসা যাওয়া।
এখন অনেকটা অচেনা যোজন যোজন দূরের
ব্যবধান। আলোকবর্ষের দূরত্ব এক আকাশের
নীচে থেকেও। স্মৃতির দাপটে কম্পিত হৃদয়
খুঁজে ফিরে উত্তাল তরঙ্গের মতো এদিক ওদিক।
সবই আছে আগের মতো নেই শুধু আগের দুটি পূর্ণাঙ্গ সত্ত্বার মানুষ।
সময়ের সাথে সব যেন বিলীন হয়েছে।
তবুও কল্পনা আর স্মৃতিরা বাঁচিয়ে রেখেছে।
নতুন কিছু সৃষ্টির আশায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here