ভাগ্য
নাসিমা হক মুক্তা
কষ্টের গুলিসুতো ;একবার সেলাইয়ের পরতে বাঁধো
গুলিস্তানের সামিয়ানা থেকে দূরদেশী মায়ায়
কিংবা সুটকেসের ডালায়
দূর শালবনের নিশি নিদ্রা জট পেঁকে আছে
পাহাড়ের কান্নায় লুটিয়ে পড়ে অভাবের শাড়ি
রোজ পাতে চোখের সুখ শুধুই
প্লেট ঘষে আঙ্গুলে চুমু….
মাথার উপর ছাদ- আকাশ
ইস্পাতের চুলোতে – পুড়ে খায় দিগন্ত আপেল
জানি সংসারে গেরস্থকে সোহাগ না মাখলে
ভোরঘুম ছেড়ে – সর্দিকাশি, জ্বরেও
মিলে না ভিখারির শক্ত হাঁড়ের কম্বল
এরই নাম দারিদ্র্য ,এরই নাম বাবুই পাখি বাসা।।
কুঁড়োজালিতে শনশন বাতাস
মাটিতে পাতানো – শত্রুতা
সাদা,লাল ও কালো পিঁপড়ে ফুরফুরে
বাড়ায় মন্দ সহ্যের মিত্রতা।।
এরই নাম অভাব, এরই নাম স্বভাব।।
সুতোর বিনি ইনিয়েবিনিয়ে লাইনকাটা
হেরে যায় – ভাগ্য
পাটকিল খেয়ে কাকের চেরা ঠোঁট
কদমে কদমে জীবন ঝুলিতে ছুঁচের হোঁচট।।