কথা দিলাম
চম্পা মন্ডল।
**********************
দহনের শেষ ক্ষণে বিচলিত হয় রূপকথা,
নিবন্ধ তিরতির কাঁপে জলের ভিতরে।
সোহাগের নদী সামনে আমার
আকুল আবেদন অগাধ কথন।
শুষ্ক শিরায় শিরায় জাগে নিশ্ছিদ্র প্রবাহ,
দুর্গম প্রবঞ্চনা স ইবো কি করে?
চাবুকের নীচে বারংবার কি লিখবো!
তুলোট কাগজ গেছে কবেই হারিয়ে।
দাম্ভিক আমিও কিছু কম ন ই
ভাগ্যলিপি আঁকতে বসেছি কম্পাসের ঘূর্ণনে,
চালচিত্র নিদারুণ সত্যি বলে
পটুয়া তুমি কোথায় আছো কেমন আছো জানা হয় না আর।
নরম মাটির তাল তাতে ছন্দ মেলাবে তো!
ঠিক সেইরকম করে লিখে দিও একটা মনোরম মনভোলানো কাব্য,
উপাচার নেহাৎ কিছু কম নেই
বিসর্জন হবে মহা আড়ম্বরে
কথা দিলাম।