ফেরিওয়ালা
— শেখ শফিকুল ইসলাম
তোমার অপলক চেয়ে থাকা
বুকের ভেতরে মৌসুমি ঝড় বয়ে যায়।
স্রোতস্বিনী নদীর মত হৃদয় সাগরে ঢেউ তোলে
আর অনাগত দিনের রঙিন স্বপ্ন বুনে।
তোমার হাতে কাঁচের চুড়ি পরানোর মুহূূর্তে
মনের অজান্তেই মন ছুঁয়ে যায়।
এমনি করেই চেয়ারম্যান বাড়ির তটে
আর বাদামতলির হাটে
চুড়ি ফিতা আলতা স্নো বিকিকিনি করার সময়।
আমার হৃদয় আবেশে জড়াতে চেয়েছি তোমায়,
তোমাতে আমাতে আকাশ পাতাল ফারাক
সে কথাটি কখনও ভেবেতো দেখিনি।
আমি যে এক সামান্য ফেরিওয়ালা
তোমাতে তাই মিলতে পারিনি।