দুই জগত
রুমকি আনোয়ার
জীবনের মাঝে মৃত্যুকে ধারণ করা কঠিন কিছু নয়
এই যেমন কবর থেকে উঠে এলাম –
সাদা কাফনে কিছু হাড়গোড়
চোখের কোটরে আরশোলার অনায়েস প্রবেশ ,
নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করছে
কিছু অচেনা বাতাস ।
ভাদ্রের রৌদ্দুর বাদামি খুলিতে
উনুনে রান্না চড়িয়েছে যেন ।
পরিচিত মানুষ গুলোরে খুঁজে ফিরি
অপরিচিত মানুষগুলোর নিঃশ্বাস
আমার ক্ষয়ে যাওয়া পাঁজরে
কিছু উষ্ণতার পরশ বুলিয়ে গেলো ।
এই তো সেই বটবৃক্ষ
আমার আশৈশব কেটেছে সেখানে
পাশে উদ্যাম নদী আজ ক্ষীণ ধারায় প্রবাহমান
শৈশবের ঘ্রাণ নিতে মড়মড়ে করগুলো জল ছুলো –
কোন স্মৃতি ফিরে এলো না
মৃতের স্মৃতি থাকতে নেই ।
খসে পড়া কিছু পাতা –
পায়ের অস্থিসন্ধি মাড়িয়ে যেতে পারলো না
জলের বুকে আমার কোন ছায়া নেই
ছায়াহীন মানবী ।
কিছু আউলা বাতাস আমাকে কাঁপিয়ে দিয়ে গেলো
গীর্জার ঘন্টা ধ্বনি ডং ডং ডং
এ যে কবিতা লেখার সময়
ফের জীবিত হয়ে ফিরে আসলাম ।।
Excellent written
শরীরী কায়াহীন আত্নার উপলব্ধিইই জীবিত অবস্থায় মৃতের অনুভূতি বুঝাতে পারে, যা এ কবিতায় স্পষ্ট হয়েছে….
শরীরী কায়াহীন আত্নার উপলব্ধিই জীবিত অবস্থায় মৃতের অনুভূতি বুঝতে পারে, যা এ কবিতায় স্পষ্ট হয়েছে….
দুই জগত ___ রুমকি আনোয়ার
এক কবি বলেছেন” জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন” ।
আর এক কবি বললেন ” জীবনের মাঝে মৃত্যুকে ধারন করা কঠিন কিছু নয় ।” দুয়ের মাঝে খুব বেশী তফাৎ আছে কি ?
আমরা তো রোজ পলে পলে মরি ,আবার বেঁচে উঠি । মৃত্যু কে খুব কাছে থেকে দেখেও জীবনের মায়ায় আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি ।
রুমকি আনোয়ারের “দুই জগত” অসাধারণ কাব্যিক লেখা!