আদর্শলিপি
শাহীন চৌধুরী ডলি
একবার দাঁড়াও এসে আরশির সম্মুখে
দর্পণে রাখো বিগত পরিচ্ছেদ
পরিমাপকে নির্ণয় করো যাবতীয় স্খলন
নিজ আদিম সত্তাকে খুঁজো হায়েনা দৃষ্টিতে
স্পষ্টলাইটের আলো ফেলো কাঁটাতারের বেড়ায়।
তোমার শরীরে বারূদ পোড়া গন্ধ
সময়ের পাখনায় জমা হাজার কথা
কেবলমাত্র মৃত্যুর ইশারা অনিবার্য
জীবন ঝোলায় সংগৃহিত বাদবাকি আপেক্ষিক।
সব পাপ স্খলিত হলে
ধরিত্রী আলিঙ্গনে নেবে বুকের অন্তঃপুরে
ষড় রিপু ঝেরে ফেলে হও মোহমুক্ত
বিষন্ন আঁধার পেছনে ফেলে
সরলীকরণে আত্মস্থ করো আঁচলের ঘ্রাণ।
নো ম্যানস ল্যান্ড পেরোনোর ভিসা পেলে
যুগ্ম প্রয়াসে করবো ফুসফুসকে সচল
তোমার সবুজ জমিনে ঠিকানা লিখতে চাই
আদর্শলিপির বাল্য অক্ষরে।