ভালোবাসার মানুষ
আয়েশা মুন্নি
একদিন বলেই ফেললাম
কি চাও তুমি?
তুমি বললে তোমার জন্য লিখে দেবো বুকের চারণ ভুমি!
তোমাকে উপহার দেবো টকটকে লাল সূর্যের আভা।
সাথে খরস্রোতা নদীর মতো একজোড়া গভীর চোখের দৃষ্টি,
আর ঝর্ণা জলের মতো অতল গহ্বর!
তুমি সন্দেহের চোখে তাকাতেই বললাম
সম্পূর্ণ আকাশ টাই তোমাকে উইল করে দেব।
তুমি চাইলে বেছে নিতে পারো তারার হাট থেকে যেকোনো একটা তারার ফুল,
নিতে পারো নক্ষত্রের অকুল!
তোমার দৃষ্টিতে সংশয় দেখে বললাম –
সব কটা তারা একত্রে মালাগেঁথে পরিয়ে দেবো তোমায়!
আমি সবই পারি, বিশ্বাস করো।
তোমার নামে সব কবি কবিতা লিখবে।
পৃথিবীর সব গানের সুরে তোমার নামের সুর বাজানো হবে,
সকল চিত্রশিল্পী একটা করে তোমার ছবি এঁকে নিজেকেকে ধন্য করবে!
এরপর তুমি আমার দিকে তাকিয়ে বোকার মতো হেসে দিলে!
আমি বললাম – ভুল হলেও ভালোবাসা মানুষ কে কখনো ফেলে যেতে নেই !




















