মুক্তচিন্তার কবি-শেখ পাভেল আকবর এর সত্য মনে রাখার অনুচিন্তার,অনুভূতির কবিতা “আমি ভালো আমার বন্ধুত্বোও ভালো ”

358
শেখ পাভেল আকবর এর সত্য মনে রাখার অনুচিন্তার , অনুভূতির কবিতা “আমি ভালো আমার বন্ধুত্বোও ভালো ”

আমি ভালো আমার বন্ধুত্বোও ভালো 

                   শেখ পাভেল আকবর 

হে…….প্রিয় বন্ধু আমার “
তোমার সেই থেকে আজ অবধি পর্যন্ত এক নিরবতার বুলি গুলো….
কতো শত টুকরো করে যাচ্ছে আমার নিঃস্বার্থ বন্ধুত্বের হৃদয়টাকে…
তা শুধু আমি নিজেরটা নিজেই জানি ;

তা যদি তুমি জানতে!
কত হাহাকার- জমিয়ে দিয়েছো আমার মনে’……
কত হতাশার ঝড় বইয়ে দিয়েছো আমার প্রাণে-
কত অগ্নি বুলেট মেরে ফুঁটো করে দিয়েছো ?
পাগলা পাভেলের এই নরম হৃদপিন্ডটাকে ….

কত নির্মমভাবে পিষে দিয়েছো আমার মতো একজন ভালো বন্ধুর হৃদয়টা-কে;
তা যদি তুমি শুধু একবার জানতে ???
তাহলে ঈশ্বরদীর এই পাগলা পাভেলকে
একটি বার বলতে ..
বন্ধু আমিও আছি তোমার পাশে তোমারই মতো হয়ে ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here