এমন সোনার দেশ…
মিনহাজ সাদ্দাম।
_________________/
ওগো মা..
তুমি আমার কবিতা
তুমি আমার এ দেশ।
তোমার বুকে মাথা লুকাই
শত বিপদ এলে
তবু তুমি আমায় দাওনি মাগো
ঝড় তুফানেও ফেলে।
এমন করে আগলে রেখেও
পাওনি কবু রেশ,
কে আছে মা তোমার মত এমন সোনার দেশ..
লাল সবুজের সদা জাগ্রত আমার বাংলাদেশ।
একুশ ছিল ভাষার লড়াই
ছাব্বিশের কালোরাত..
চোখ বুঝলেই ভেসে ওঠে
হানাদারের ভয়াল হাত।
তবুও দেইনি ছাড় কাউকে মা
করেছি সব শেষ..
কে আছে মা তোমার মতো
এমন সোনার দেশ।
দীর্ঘ নয় মাস তোমার চোখের
আগুন ধোয়া জ্বল..
অত্যাচারে র দমন করলো
মুক্তি সেনার দল।
ডিসেম্বরের ষোলোয় এলো
মুক্ত স্বাধীন দেশ।
কে আছে মা তোমার মত
এমন সোনার দেশ..
লাল সবুজের সদা জাগ্রত আমার বাংলাদেশ।