ফেব্রুয়ারি এলে
রীতা ধর
বসন্তের অপেক্ষায় গভীর নিমগ্নতায়
কাটছিল দীর্ঘ সময়
পলাশের ডালে চোখ পড়তে দেখি
থোকা থোকা ফুটে আছে রক্ত পলাশ,
এতোকালের লুকায়িত রঙ হঠাৎ ঠিকরে উঠতেই অবারিত সবুজ লাল আভায়
মুখরিত হলো বৈকালিক বসন্ত বাতাসে,
প্রতিবছর এভাবে যেমন ফাগুন আসে;
পলাশ কৃষ্ণচূড়ার রক্তিম অনুভবে
মহান একুশও চেতনায় জাগে
ফুলে ফুলে সাজে প্রিয় বর্ণমালা।
বায়ান্নর ভাষা আন্দোলন সোনালি রোদের ঝলকে প্রতিফলিত হয় যুবকের টগবগে রক্তের আলোয়;
এ ঝলক হৃদয়ে দাগ কাটা রঙের মতো
এ আলো কিছুতেই মুছে ফেলার নয়।
রক্তের দামে কেনা এই ফাগুন
উম্মাদনার মাদল বাজায় নতুন বসন্তের
ফেব্রুয়ারি এলে বসন্তের নন্দনে হাসে
অ আ বর্ণমালা; বাতাসের ঘ্রাণে
মমতার বিরল টান ; বাউলের
একতারায় মাটির নেশা।