কবি হামিদা পারভিন শম্পা এর এক জীবন বোধের কবিতা “আমি আবরার”

742
আবরার-ফাহাদ

”আমি আবরার”

                হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~

আমি আবরার
দুখিনী মায়ের বুকফাটা আত্মচিৎকার,
আমি আবরার
বর্বরতায় ঝলসানো স্বপ্নরা আমার।

তোমরা আমার
সহোদর সহযোদ্ধা-ই তো ছিলে,
ক্ষতবিক্ষত করে
দেহখানি কাফনে জড়িয়ে দিলে!

বাবা-মায়ের
আহাজারিতে আকাশ বাতাস ভারী,
কিসের লোভে
কোন অপরাধে জীবন নিলে কাড়ি?

নিঃস্ব,রিক্ত কি
আজ শুধু আমার পিতামাতা?
নিন্দিত, কলঙ্কিত
ধুলায় লুটালো তোমাদের জন্মদাত্রীর মাথা।

কবিতাটি লিখেছেন

হামিদা পারভিন শম্পা

কবি হামিদা পারভিন শম্পা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here