”আমি আবরার”
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~
আমি আবরার
দুখিনী মায়ের বুকফাটা আত্মচিৎকার,
আমি আবরার
বর্বরতায় ঝলসানো স্বপ্নরা আমার।
তোমরা আমার
সহোদর সহযোদ্ধা-ই তো ছিলে,
ক্ষতবিক্ষত করে
দেহখানি কাফনে জড়িয়ে দিলে!
বাবা-মায়ের
আহাজারিতে আকাশ বাতাস ভারী,
কিসের লোভে
কোন অপরাধে জীবন নিলে কাড়ি?
নিঃস্ব,রিক্ত কি
আজ শুধু আমার পিতামাতা?
নিন্দিত, কলঙ্কিত
ধুলায় লুটালো তোমাদের জন্মদাত্রীর মাথা।
কবিতাটি লিখেছেন