মেহগনি ঢেউ
অনিকেত মহাপাত্র
কল্প কী করে বধির হয়, কৈশোর ভাষা হারায়
স্বন বিদেশ বি ভুঁইয়ে মাথা কুটে সারা
দেশ বাড়িতে ঢোকার আগে বড় অচেনা ঠেকে
শৈশবে এমনটা ছিল না
আরো উন্মুক্ত, প্রাণবন্ত সকালে মুগুর ভাঁজা
সঙ্গে মুগ সেদ্ধ ঢের
কিস্তির ভার সামলে জীবন ভালোবাসা
কুস্তির বালি গায়ে খানিক জিরোনো
মেহগনির খাট, ভুলে গেছে দাম কত
ফুড়ুৎ করে হিসেব পালায় দূরে
পাকে পাকে ঘাড় নোয়ানো ষণ্ডা কোনো জন
শিশমহল নিত্য ভেঙে ভেঙে
দেহে গাঁথে, রক্ত পড়ে, তীব্রতা কমে
যন্ত্রণার, পীড়নের, আগ্রহের
প্রশ্ন শুধু আমায় রাগায় না
প্রশ্ন ঝড় তোলে
মেঠো পথ থেকে ক্ষমতার নির্ধারিত কর্নারে।