স্বপ্ন
পার্থসারথি ঘোষ
আমার স্বপ্ন হারিও না রাতের অন্ধকারে,
পারব না সাজাতে ভোরের আকাশে!
পারব না ঘুমহীন রাতের অজস্র ব্যথায়-
নিজেকে খুঁজে পেতে!
তোমার ছায়ায় হাত রেখে নির্ভার পথ চলা,
প্রতি নিঃশ্বাসে নিঃশেষ অনুভূতির ঘোরে-
তোমার আসা, আমায় ছুঁয়ে যাওয়া
বলিরেখা জমা বুকে যদি পারো বসন্ত দিও এনে,
গ্রীষ্মের চাতকের অনন্ত পিপাসা তোমার স্থির চোখে!
ভাসিয়ে নিয়ে যেওনা ঝরণার কোলাহলে!
শেষ হওয়া দুঃখের প্রান্তরেখায় তুমি আমি,
প্রত্যেক পাওয়ায় রাখালিয়া সুর,
তোমার সুরে রাঙিয়ে দিও আমার বকুল ভোর,
ছেড়ে যেও না আমায় দুঃস্বপ্নে জাগা বিছানায়!
ও স্বপ্ন, ছুঁয়ে থেকো আমায়!
*******************