নারী সাথে পুরুষ অনেকটাই কবিতাতে ত্রিভুজ সমীকরণ ওপার বাংলার শক্তিমান কবি সাকিল আহমেদের কবিতা“টো টো পাড়া ”

587
কবি শাকিল আহমেদের কবিতা“টো টো পাড়া ”
কবি শাকিল আহমেদের কবিতা“টো টো পাড়া ”

টো টো পাড়া

            সাকিল আহমেদ

এত পুরুষ তোমার করকমলে?
দু হাত জুড়ে পদ্মপাতার ছাদ
ভাবছ নদী সীতাদুলের মত কেন
পাগলা ঝোরা বইছে শত বুকে।

গাছ গাছালির সঙ্গে টো টো পাড়া
বুকের ভেতর তিস্তা বয়ে চলে
বার্মিজ সং সুরের দোলায় নাচে
আমারওযে প্রেম প্রেম পায়়।

পাড়ার মাঝে একটা মুদি দোকান
সেখান থেকে কিনি শখের চুড়ি
বাঁচতে গেলে হিমোগ্লোবিন কই?
শুকনো নদীর জলের মত পিরিত।

পা ডোবে না মন ডোবে না, পাথর
বুকের ঝোরায় কাঠবাদাম , সস্তার
কমলালেবু। উইপোকাটা কান্দে
বইসে রাতে। আমার পিরিত তার সাথে।

তার সাথে সই প্রেমের বসিকরণ
কাম পেয়ালায় পেঁয়াজ কুচি কুচি
মনের মদে বুদ হয়ে যায় শরীরের
দুই পেগ। ফুলের ফুলকো লুচি।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here