“এবারের ঈদ “
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~
এবারের ঈদ আনন্দ
বিষন্নতায় মাখামাখি,
প্রিয়জনের হারানো শোকে
অশ্রু ভরা আখিঁ।
দূর্বিসহ উৎকন্ঠায় কাটছে
সকলের রাত্রিদিন,
রমজানের পবিত্রতায় ঘুচিলোনা
পাপি তাপির ঋণ।
ঈদের উৎসব মৃত্যুর মাতমে
হয়েছে আজ পরিনত,
গুণী, জ্ঞানী, পন্ডিতেরা করোনায়
করেছে মাথা নত।
খোদা তোমার রোষানল থেকে
একটু রহম করো,
পাপি বান্দার মুস্কিল আসানে
হাল মাবুদ ধরো।।