কলমযোদ্ধা রেবা হাবিবের ঈদ এর লিখা কবিতা “অনুভব”

406
কলমযোদ্ধা রেবা হাবিবের ঈদ এর লিখা কবিতা “অনুভব”

অনুভব

                     রেবা হাবিব

লিখতে বসে অনেক কথাই ভাবি
প্রতিনিয়ত কৌতুহলের নকশা আঁকছি মনে !!
নিজেকে বিভিন্ন রুপে দাঁড় করাই
চিন্তার স্বাধীনতায়।
বাহিরে বইছে শীতল হাওয়া
ঘন কুয়াশার পর্দা ভেদ করে
চেয়ে থাকা দিগন্তের পানে।
মনে হচ্ছে শিশির সিক্ত সবুজ ঘাসের মধ্যে
পড়ে আছে
কারো রক্তাক্ত দেহ!!
যেন, সদ্য ফোঁটা টকটকে একটি লাল গোলাপ !!
আমি কি তাকে চিনি??
কি নাম ছিল তার??
বয়স, ছেলে না মেয়ে, বংশ পরিচয় ??
দূর থেকে অনেক চেনা লাগছে তাকে!!
চিন্তায় হয়তোবা আমি বা পরমুহূর্তে আমি নই
কেউত একজন ।
যাকে কবিতায় আনা হয়নি আধুনিক জীবনের
পোড় খাওয়া গল্পের কাহিনীর মাঝে।
কতখানি নতমুখে দাঁড়িয়ে থেকেছে হয়ত কোন দুপুরে
সন্ধ্যায়, বা মধ্যরাতে!!
চিৎকার দিয়ে বলতে পারেনি যা কিছু
সত্য শব্দটি কেন এত অচল এই বিশ্বায়নে??
কেন লেখার খাতা বারে বারে তাকে চায়
প্রেম, অভিমান আর ভালোবাসায়??

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here