খোয়াইস্বর সাহিত্য চক্র এর সাপ্তাহিক সেরা কবিতা সমূহ কবি বিশ্বনাথ চৌধুরী এর “এক শিক্ষকের মৃত্যু”ও কবি-এস আই জনি তালুকদার এর “আঁখি জলে স্বপ্ন গুলো ”

493

             ১

এক শিক্ষকের মৃত্যু

বিশ্বনাথ চৌধুরী

তুমি তো জানতে এই বর্ষায়
পিচ্ছিল ছিল পথ,
তবু কেন তুমি স্কুটার নিয়ে
চালিয়েছিলে রথ?

প্রয়োজন ছিল সংসারে কিছু
বাড়িতে দুই মেয়ে,
এখনও বাড়ি ফিরছ না দেখে
পথপানে আছে চেয়ে।

এমন সময় সংবাদ এল
পিছলে গিয়েছ পথে,
লরি এসে তোমায় পিষ্ঠ করেছে
ফিরবে না কোনমতে।

বলবে না আর পড়তে বোসো
সময় কোরোনা নষ্ট,
বাবা ছিলেন খুব ভালোমানুষ
কথা ছিল তার স্পষ্ট।

শিক্ষক দিবসে পেলে না এবার
ছাত্রদের ভালোবাসা,
এক ঝটকায় শেষ হয়ে গেল
জমে থাকা কত আশা।

              ২ 

আঁখি জলে স্বপ্ন গুলো

– এস আই জনি তালুকদার

আমার মনের আকাশ
অন্ধকার মেঘে ঢাকা,
মনটা আমার শূন্যতায় ভোগে
নিঃশব্দে কেঁদে মরে একা একা।।

মনের ঐ চাওয়া-পাওয়া
ধূসরতা পায় না পূর্ণতা,
সকাল দুপুর সন্ধ্যা বেলা
মনটা আমার থাকে ফাঁকা।।

আমার মনও দৃষ্টির
সীমানা প্রাচীর ভেঙ্গে এলো,
আঁখি জলে স্বপ্ন গুলো
যায় ভেসে যায় বেলা অবেলায়।।

আমার সবটুকু তুমি কেড়ে নিলে
বাকী আর তো কিছু নাই,
তোমাকে ছাড়া একা আমি
দুঃখের সীমা নাই।।

সুখ নামের অচিন পাখি
এখন খুঁজে বেড়াই,
নীল আকাশ স্বাক্ষী রেখে
বেসে ছিলাম ভালো।।

এখন তুমি ছাড়া যেই আমার
আকাশ আঁধার কালো,
আঁখি জলে স্বপ্ন গুলো
যায় ভেসে যায় বেলা অবেলায়।।

আমার বুকে দুখের জোয়ার
বইছে দিন রাত্রি,
ভালোবাসার নামে আমায়
কত দিবে তুমি শাস্তি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here