ওপার বাংলার কলমযোদ্ধা কবি শুক্লা ভৌমিক এর কবিতা “আত্ম যজ্ঞ ”

855
ওপার বাংলার কলমযোদ্ধা কবি শুক্লা ভৌমিক এর কবিতা “আত্ম যজ্ঞ ”

আত্ম যজ্ঞ

             শুক্লা ভৌমিক

যশরাজ শেঠ,
তিনি দারুন অর্থবান ।
সমাজে তার খানিক
আছে সন্মান।
নগরের মধ‍্যিখানে আছে
মনোহর দেবালয়।
সেইখানেতে দেবেন পূজো ,
ইচ্ছে তার অতিশয়।
ঘৃতাহূতি সহযোগে তিনি
করবেন মহাযজ্ঞ ।
তবেই ভগবান দেবেন ঐশ্বর্য ,
খুলে যাবে ভাগ‍্য ।
আয়োজনের আতিশয্যে
রাখবেন না ত্রুটি।
আলোকসজ্জা বিস্ফারিত করবে
সকলের চক্ষু -দুটি।
সমারোহের জাঁকজমকে
লাগিয়ে দেবেন তাক।
নিজের নাম টি প্রচার করতে
বাজাবেন জয়ঢাক।
পূজোর দিন অনাহারীদের
করিয়েছেন আহার।
অতি মনোহর খাদ‍্যবস্তু,
বিচিত্র তার বাহার।
অনুষ্ঠান শেষে এক
পদব্রজী সাধক এলেন মন্দিরে ।
পুঁজিপতি বেজায় খুশি,
অভ‍্যর্থনা করলেন সমস্বরে।
সাধক যোগী জিজ্ঞাসা করেন-
“কিসের এ আয়োজন ?”
বলেন ধনশালী- “করেছি এ-দেউলে
দেবতা পূজন ।
বহু অর্থ ব‍্যয় হয়েছে
পূজা -উপাচারে ।
রাজকীয় যজ্ঞ সাঙ্গ করেছি
সুসজ্জিত যজ্ঞাগারে ।”
বলেন তপস্বী – “মহার্ঘ সামগ্ৰীতে
পূর্ণ করেছ দেবায়তন ।
উপাসনার ক্ষণে উন্মুক্ত
করেছিলে কি অন্তর-বাতায়ন?
ফুটেছিল কি হৃদি-পদ্ম,
জগদীশ্বরের নামে ?
পেতেছিলে কি কান,
শুনতে ভক্তিনাম,চিত্তপুর ধামে ?
বৈভব-অহমিকা তোমার মধ‍্যে
ফুটছে টগ্ বগিয়ে ।
নিবেদন তোমার দর্পে ভরা,
অন্তর আত্মা ঘুমিয়ে।
অর্থ ব‍্যয় করে কেবল
ভস্মে ঢেলেছ ঘি ।
আত্ম-অহংকারে উন্নাসিক তুমি,
করবে পূজো কি !”
ফ‍্যালফেলিয়ে চায় ধনপতি
সন্ন‍্যাসীর পানে ।
কঠিন হলেও সত‍্যকথা
সঞ্চারিত হচ্ছিল তার কানে।
নতজানু হলেন অর্থবান,
বুঝে সত‍্য-বাণীর যথার্থতা ।
ঈশ্বর আরাধনা তার দম্ভেরই নামান্তর
উপলব্ধি করলেন এ সত‍্যতা ।
বললেন- “হে পরমজ্ঞানী ,
এখন আমি কি করি ?
সঠিক দিশায় চলতে
কার হাত ধরি ?”
বলেন মুণি- “স্বর্ণ রৌপ‍্যের ঝলকানি!
সে তো মোহ !
আপন ভেবোনা এদের ,
সঙ্গে যাবেনা কেহ ।
চক্ষুমুদি খুঁজে দ‍্যাখো ,
রত্মসম হৃদয় আছে দেহ-আধারে ।
দ‍্যাখাবে তোমায় আলোর পথ
এ জগৎ মাঝারে ।
তার ঔজ্জ্বল‍্যে দূর হবে
অন্তঃকরণের কালিমা ।
জ্ঞানের পথ, চেনাবে চিত্তপট,
জানবে তুমি জীবনের মহিমা ।
স্বয়ং-সত্ত্বা হোক যজ্ঞকুন্ড,
জ্বালাও হোমাগ্নি পরমজ্ঞানের।
আত্মযজ্ঞ হোক তোমাতে,
আহূতি দাও অহং-আস্ফালনের ।
যা-আছে অজ্ঞানতা পুড়িয়ে ছাই করে,
শুদ্ধ হও যজ্ঞানলে ‌
নতুন ভাবে কর যাত্রা শুরু
দিয়ে যজ্ঞটিকা ভালে ।”
দিয়ে পরম শিক্ষা ,
মহাজ্ঞানী বেড়িয়ে পড়লেন আপন লক্ষ্যে।
ধারন করলেন যশরাজ
আত্মযজ্ঞের মহান সত্য আপনার বক্ষে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here