উত্তরণ
সেখ এনায়েৎ আলি
তোমার আকাশটাকে কালো মেঘে ঢেকে দিয়েছি
শুধু তোমাকে বীর মেঘনাদের মর্যাদা দেব বলে।
তোমার সুনামির মতো শক্তি দেখার আশায়,
আকাশ থেকে ঝরে নোনা সমুদ্রের বুকে বুক ঠেকিয়ে
দিন গুনে চলেছি অনন্তকাল…
তৃষ্ণার্তের ভুল ভাঙাতে যাবো কেন?
তোমার চূড়ান্ত আকাঙ্ক্ষার মূল্য দিতেই তো আমি মরীচিকা!
তোমার তিতিক্ষাকে হেয় করতে,
আমি কেন মরুভূমির আকাশ চাতককে
চেরাপুঞ্জির হদিশ দেব?
পথভোলা পথিক কলম্বাসকেও দিয়েছি
দুঃসাহসিক আবিষ্কারের স্বীকৃতি;
তবুও রাতের সমুদ্রগভীরে, দিগ্ভ্রান্ত নাবিকের কাছে
আমি ধ্রুবতারা; সত্য আবিষ্কারের তাগিদে।
আমার হাতটা তুমি চেপে ধরো
আরও আরও শক্ত করে।
তাই তুমি এখনও আমার চোখে
তোমার দুঃসাহসিক অভিযানের পথ হারিয়েও
হার না মানা আবিস্কারক কলম্বাস!