” স্মৃতি “
হামিদা পারভিন শম্পা
তোমার সাথে চলতে চলতে
পথটি গিয়েছে হারিয়ে,
যে পথে চলবো বলে কভু
হাতটি দিয়েছিলাম বাড়িয়ে।
আঁকাবাঁকা পথটিতে কতো
দুঃখ সুখের স্মৃতি,
বুকের জমিনে লাঙ্গল চালিয়ে
করতে স্বজনপ্রীতি।
ধুলোপড়া এলবামে আজো
কতো শত ছবি,
বিদ্রুপের হাসি হেসে বুঝাও
এটাই তোমার হবি!
ডাইরির শেষ পাতায় শেষ কবিতা
আজো তাই লিখিনি,
পথের বাঁকে মিলিয়ে যাওয়া
স্মৃতি মন্থন করিনি।