অটোপসি
মুনমুন দেব
… অতঃপর আরো একটু সরে বসি।
ব্রহ্মরন্ধ্রের ভেতর থেকে
কিছু টোরাডাকটাইল উড়ে যাচ্ছিল,
কাটা চেরা শেষ হয়নি
ইথারের গন্ধে ভারী ভারী জানালা
ভেতরঘরের খবর পৌঁছে দিচ্ছিল!
বাসি রক্তে আবছা শব্দগুলো থেকে
সমাধান সূত্রের কোন সম্ভাবনা নেই
নিরাপদ অপরাধি।
প্রতিটি শব্দ, অস্বাভাবিক এক মৃত্যুর
অন্তর্নিহিত বর্ণক্রম ব্যাখ্যা করতে আসে
হুইলচেয়ারের পাশে…
নির্বিকার প্রতিনিয়ত দেখি
নিরাপদ শ্বাস প্রশ্বাস তার,