রূপালী চড়ুই
সাহানুকা হাসান শিখা
আমার অদৃশ্য ভালোবাসা
যদি কখনও দৃশ্যমান হয়ে যায়।
তখন কি তাকে হাতে নিয়ে পরখ
করে দেখতে পারবো সে সত্যি
নাকি মিথ্যা ?
সময় আর আমার হাতে থাকবে না ,
আমি সময়ের সূতোয় বন্ধি।
রাত শেষে হাতে চায়ের পেয়ালা
তারপর থেকেই শুরু কথা বলা
এটা ওটা টক,মিস্টি,ঝাল,
এক সময় বাঁধে দারুণ জঞ্জাল।
তারপর আর কই সময় ?
এখনও অনেক কিছুই তো
রয়ে গেলো বাকি।
সবাই শুধু দিয়ে গেলো ফাঁকি
শুনি স্রোতস্বিনীর কলকল ধ্বনি,
হিমেল হাওয়া স্নিগ্ধ রোদের ঝিলিক।
আরও কত কি,
উঠোনের কোনে রূপালী চড়ুই,
কি যেন খোঁজে মনটি উড়োই।
আহা রে সোনালী বন্ধু রে,
তোমার ভুলি কেমন করে??