“মাধুকরী” অনন্য সৃষ্টি কবিতা লিখেছেন প্রতিভাধর কবি আমেরিকার আটলান্টা থেকে জবা চৌধুরী।

784
“মাধুকরী” অনন্য সৃষ্টি কবিতা লিখেছেন প্রতিভাধর কবি আমেরিকার আটলান্টা থেকে জবা চৌধুরী।
কবি আমেরিকার আটলান্টা থেকে জবা চৌধুরী।

মাধুকরী

               জবা চৌধুরী

পড়ন্ত বেলার সোনালী সে রোদে
খোলা চুল পিঠে ফেলে
মিষ্টি-সুখের ছেলেবেলা হাসে
আকাশের নীলে খেলে।

আগুন-সূর্য আকাশ-নীলে
ইচ্ছেরা দেয় হানা
মেঘের মেলায় রঙের বাহার
স্বপ্নেরা মেলে ডানা।

সাঁঝের আলো ঘনায় কালো
পাখিদের নীড়ে ফেরা
খেয়ালি মনের ব্যথার শ্রাবণে
অঝোরে বরষে ধারা।

বর্ষা মনেতে বর্ষা অসীমে
আষাঢ়ে শ্রাবণে মেতে
ছেলেবেলা বাঁচে মনের কোণেতে
জীবনের পথে যেতে।

মন্দ- ভালো সহজ কঠিন
দুঃখ সুখেতে ভরি
আশায় বাঁধি আঁচলে ভরসা
অমূল্য মাধুকরী !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here