সমকালীন আধুনিক কবি হামিদা পারভিন শম্পা এর কবিতা “পাহাড়ের কান্না”

491
সমকালীন আধুনিক কবি হামিদা পারভিন শম্পা এর কবিতা “পাহাড়ের কান্না”

“পাহাড়ের কান্না”

         হামিদা পারভিন শম্পা

আজ আমি পাহাড়ের কান্না
দেখেছি কাছ থেকে,
জানি তোমারা ঝর্না বলো
হয়ত সকলে তাকে।

পাহাড়ের বুক চিরে আসে
যন্ত্রণার জলরাশি,
আমরা না বুঝে দল বেঁধে
সুন্দর্য ভেবে হাসি।

আজ আমার অনুভবে
পাহাড়ের কান্নার স্বর,
তোমাকে হারানোর কষ্টটা
এখানে বড্ডো নড়বড়।

পাহাড়ের বিশালতার সাথে
তোমার তুলনা করেছিলাম,
তুমি যে পাহাড় নও, কংক্রিট
আজ তা বুঝতে পারলাম।

তোমার বুকে আশ্রয় নয়
আঘাতে রক্ত বয়,
কষ্টগুলো ঝর্নায় ভাসিয়ে
আমাকে করলাম জয়।।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here