“বেদনার নীল” কবিতাটি লিখেছেন তরুণ কবি ও লেখক তাইম শেখ

545
Bangla-Kobita-দৈনিক-আলাপ-Doinik-Alap

বেদনার নীল

– তাইম শেখ

 

আমার আকাশে আর ওঠেনা চাঁদ,
জোঁছনার আলোর ঢেউয়ে ভাসেনা
আমার স্বপ্নের তৈরী।
ফুলের সৌরভে নেইকোন ভ্রভরের আনাগনা,
হীমালয়ের চুূড়ায় ইচ্ছেগুলো বাঁধেনা বাসা।

নিত্য নতুন শিখছি কত ফুলের পাপড়ি
গজানোর মত,
দুঃখের ঢেউয়ের ভাঁজে ভাঁজে মনের ইচ্ছেগুলো পড়ছে চাপা।
পূর্বের বাতাসগুলো কত সাতছন্দে তোমার চুলের হাওয়ার মতন দিত ঝাপটা,
আজ সে দেয় কেবলই উপহাসের স্বাদ।

ঘোলাটে নদীর জলের মত আমার আকাশে ভেসে বেড়ায় স্মৃতি,
বেদনায় শিক্ত,দুর্গন্ধ ময়লার স্থুপ বুকের ভিতর জমেই চলছে ।
আমার স্বপ্নগুলো উড়ে বেরায় জোনাকির নীলডানায়,
তাই আজ নিশ্বাসের হাওয়ায় কমছে বেঁচে থাকার স্বাদ।

সবই তুচ্ছ যখন থাকেনা কেউ,
রাখেনা কেউ কথা।
ঠকিয়ে যায় দিনের পরদিন,
তাইতো এমনে বেড়েই চলে বেদনার নীল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here