“বিষন্ন বিলাপ “
মাহবুবা আখতার
ঘন কুয়াশার গভীর সান্নিধ্য, শীত-বৃষ্টিতে
মিশেল প্রগাঢ় মিলনে স্থির প্রেম।
স্পর্শের বৃষ্টিতে তোলপাড় ধারাপাতের
রক্তাক্ত ব্যাকরণ
অধীর প্রতীক্ষায় -বাসনা হারায় সম্ভোগের যাবতীয়
আচার-অনুষ্ঠান।
শীৎকারে মেঘ হারায় অনন্তর অনন্তে,মেঘে,জলে,
অন্ধকার জ্যোৎস্নায়,
বিষন্ন বিলাপে শরীর সৈকতে, ব্যাকুল প্রার্থনা।
প্রসন্নতায় নিষিদ্ধ সীমানা পেরিয়ে ভালোবাসার
অলীক ভ্রমর স্পর্শে স্পন্দিত হয়
দেহে
গঠনে
মুদ্রায়
কাব্যিক বিন্যাসে
ক্রমে ক্রমেঃ চোখের বৃষ্টি নদী হয় নোনা জলে।
দিক ভ্রষ্ট নাবিক নোঙর ফেলে শরীরের সৈকতে —