ভারত থেকে এর বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-কল্যাণী মজুমদার(কলি) এর কবিতা“হাত ভরা ভোরবেলা” আগস্ট ১, ২০২১480ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL কল্যাণী মজুমদার(কলি) এর কবিতা“হাত ভরা ভোরবেলা” হাত ভরা ভোরবেলাকল্যাণী মজুমদার(কলি)দিন যাপনেবৃষ্টি ভেজা উষ্ণ পরশধূসর মনেস্বপ্ন দেখেহাজার আলো অন্ধকারেমিঠে ঠোঁটেবাতাস হাসে সোহাগ মেখে,কোকিল সুরে সুবাস ওড়ে দুলেদুলেনবীন ডালে ফুলে ফুলে।