পরাজয়
রহিমা আক্তার রীমা
মৃত্যুকে কাছে থেকে উপলব্ধি করেছে কয়জন
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জিতে গেছে কয়জন
মৃত্যু হবে না এই ওয়াদায় সারস পাখির মত গলা উঁচিয়ে প্রতিশ্রুতি দিয়েছে কয়জন
হামাগুড়ি হতে বৃদ্ধ পর্যন্ত মৃত্যু হাতছানি দেয় তা স্বীকৃতি দেয় কয়জন?
সবাই বাঁচার তীব্র আকাঙ্খায় স্বপ্ন গড়ে পাহাড়সম
উচ্চাকাঙ্ক্ষার স্বপ্নে সামনে পদচিহ্ন রেখে যেতে চায়
বিলাসিতার মোহে অন্ধ পদচারণা ভাবে না সামনে-
মৃত্যু নামক গভীর খাদে সবাইকে পড়তেই হবে।
দুনিয়ার পথকে চিরস্থায়ী ভেবে ভুলে যায় পুলসিরাত
হাতছানি দেয় জাগতিক সুখের অগণিত রাজ্যে,
কুংফু কন্যা লড়াকু সৈনিক সব চুপসে যাবে-
নিস্তেজ হয়ে অনুশোচনায় জীবনের যত অবক্ষয়
দুনিয়ার মোহের নিপাত হয়ে লাশ হবে শেষ পরিচয়
মৃত্যু নামক চিরসত্যের কাছে একদিন হবে পরাজয়।