তারুণ্যের কবি-এএইচ জিহান মৃধার কবিতা“মাতৃহারা”

459
তারুণ্যের কবি- এ এইচ জিহান মৃধার কবিতা“মাতৃহারা”

মাতৃহারা
এ এইচ জিহান মৃধা

আজ তিন দিন হলো মা তুমি এই পৃথিবীতে নেই,
আমার বোধয় তুমি তিন কোটি বছর নেই।

পানি বিহীন যেমন চৈত্র মাসে মাটি ফেটে চৌচির হয়ে যায়,
তেমনি তুমি বিহীন আমার হৃদয় ফেটে চৌচির হয়ে যায়।
বক্ষস্থল কে যদি ওপেন সার্জারি করে কলিজাটা –
বের করে দেখা হয় সেখানে অজস্র ফাটল দেখা যাবে।
তোমার শূন্যতা হারানো বেদনায় আমার বুক ফেটে যায়,
মা তোমায় দেখতে খুব ইচ্ছে হয়, খুব ইচ্ছে হয়।

মা তুমি তো সারা রাতে একবার ও ঘুমাও নি?
যখনি ডেকেছি আমি তখনি সারা দিয়েছো।
এখন এতো ডাকি কেনো একবারও চেয়ে দেখ না,
তোমার কী আমার প্রতি আদর স্নেহ ভালোবাসা আর নেই?
আকাশের সুখ তারাটি ও আজ আর জ্বলছে না,
পুরো আকাশটা অন্ধকারের কালো মেঘে ছেয়ে আছে।
তোমার শীতল হাতের স্পর্শ পেতে খুব ইচ্ছে করে,
মা তোমায় বড্ড মনে পরে, মা তুমি এসো না ফিরে।

কতো মা বৃদ্ধাশ্রমে অযত্নে অবহেলায় পরে আছে?
কেনো মা তুমি আমাদের ছেড়ে চলে গেলে,
তুমি ছাড়া মা এ পৃথিবীটা বিষন শূন্য শূন্য লাগে।
স্বপ্ন দেখে জেগে উঠি মা দেখি শূন্য বিছানা।
মনটা যে মানে না মা তোমার দেখা কী আর পাবো না।
মা তুমি কী আর আমার ডাকে সারা দিবেনা?
দেখ মা চেয়ে তোমার খোকা পাগল হয়ে হয়ে গেছে,
মা তুমি যে কী? সেই বুঝে যে তোমাকে হারিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here