“গণ্ডগোলে মন ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা মাহবুবা করিম

527
“গণ্ডগোলে মন ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা মাহবুবা করিম

গণ্ডগোলে মন 

                মাহবুবা করিম

সমুদ্র যাচ্ছো শুনে আমার কিচ্ছু ভাল্লাগছে না ;
এই আমাকে ছাড়া আর কোনো ফেনিল ঢেউ যদি ছুঁয়ে যায় তোমাকে,
তার হৃদপিণ্ড কেটে শালবনে পুতে রাখবো…
সে নারী
অথবা
নদী
যাই হোক,

শোন…
পুরুষদের অমন মরিয়া চঞ্চল হতে নেই,
ভ্রাম্যমান মেঘ হতে নেই
সমুদ্র চুলে বিলি কেটে দিলেই ওমন জিভ কেটে নির্লজ্জর মতো হাইতুলে ঘুমোতে নেই…
তুমি সমুদ্রে যাচ্ছো শুনে কব্জির ফিনকি দিয়ে বেরুচ্ছে রক্ত
লাইন ধরে ছুটে আসছে পিঁপড়ে,
ওরা ভেবে নিয়েছে বিরহ যাতনায় মৃত্যুপূর্ব আয়ুর সঙ্গীত বেজে উঠেছে
একটি হার্টঅ্যাটাকের লাঙল চুবিয়ে দিচ্ছে ঘ্যানঘ্যানে মৃত্যু…

এরকম
ঢ্যাঁড়ােসের মত বেঁকে যাচ্ছে মন
মনের মধ্যে
ফেরাউন,
যুবতীদের ন্যুড
ভেসে উঠছে…
আর তুমি এলএম সুইচ-এর শেষ ফুঁৎকার গলে ঢুকে পড়ছো কারো গভীর সুড়ঙ্গে,
এইসব ছটফট
আলগা হয়ে যাওয়া শ্বাস-প্রশ্বাস
গলাঅব্দি চেপে ধরেছে অবিশ্বাস…
আমি নির্বোদের মত তুলকালাম ভয় নিয়ে বসে আছি।

শোন…
পুরুষদের অমন নান্দনিক বুক দেখাতে নেই
যাকে তাকে প্রেমিকা ভেবে বুকে ঝাপ দিতে
নেই
পিচ্ছিল হতে নেই
জ্যোৎস্নার রাতে সমুদ্র চুলে বিলি কেটে দিলেই ওমন জিভ কেটে নির্লজ্জর মতো হাইতুলে ঘুমোতে নেই…
———————

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here