জীবন মানেই আমি তুমির খেলা। অনিবার্যভাবে এই খেলা চলে নিরন্তর। এখানে কারো ভুমিকায় গৌণ নয়.. তারুণ্যের কবি- রেবেকা রহমান এর অনুভুতি নিয়ে এক অনন্য সুন্দর কবিতা “আমাদের কথকতা ”

731
কবি- রেবেকা রহমান এর অনুভুতি নিয়ে এক অনন্য সুন্দর কবিতা “আমাদের কথকতা ”
তারুণ্যের কবি- রেবেকা রহমান

আমাদের কথকতা

                         রেবেকা রহমান

তুমিঃ জানো আমার একটা কবিতা মঞ্চ আছে, অন্তরালের
আমিঃ আমার একটা হারিয়ে যাওয়া রাস্তা
দীর্ঘকালের,

তুমিঃ আমার একটা ঋতু আছে, বিশেষভাবে
আমিঃ আমার কিছু হাওয়া, ফ্লেভার ল্যাভেন্ডারে

তুমিঃ কফির কাপে চুমুক দিলাম, এই শীতদুপুরে
আমিঃসমারোহের ঘাস মিশালাম, মাদক ঘোরে

আমিঃ এই যে এমন হাসতে হাসতে হাতে মেলাচ্ছি হাত!
তুমিঃ নারী ও কবিতায় ডুবে যাচ্ছি, কিয়া বাত, কিয়া বাত…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here