ভেজা খেয়ালের কথা
মহুয়া ব্যানার্জী
আজ সারাদিন মেঘলা
ঘরকন্না অগোছালো পড়ে আছে-
মনও তাই, ভীষন অবিন্যস্ত!
এলোঝেলো কথার বৃষ্টি মনে মনেই-
বাইরে তার আঁচ পড়া মুশকিল।
বেপরোয়া হতেই মাথা বলে ,
রাজ্যের কাজ ফেলে একি অনাসৃষ্টি?
মন বলে, থাক সব জঞ্জাল।
বইয়ের পাতায় লুকিয়ে থাকা ছোটবেলার
সব অভ্যাস এই মেঘলা দিনেই পূর্ণতা পায়।
বাগানে ভেজা ডানায় পাখিদের কলতান,
আড়চোখে ছড়ানো সংসার দেখে মুচকি হাসি।
হাতে উঠে আসে বই!
ডুব দিই আগের মত সেই খেয়ালের জগতে।
বাইরে বৃষ্টির শব্দ জোরালো ক্রমশঃ-
সোঁদা গন্ধে মাটি যৌবনবতী হয় ।