বিবর্ণ ক্যানভাস!
বিশ্বজিৎ কর।
সুগত’র মনমেজাজ আজ ঠিক নেই! তুলির বাক্স খুঁজে পাচ্ছে না। সুমনা জানিয়ে দিল যে কাল রাতে মায়ের ফটোর সামনে দেখেছিল। সুগত সেখানেও পেল না!
ছবি আঁকার ভিন্নধর্মী এক বিষয়বস্তু ভাবনায় এসেছিল, তুলি খুঁজে না পাওয়ায় মনমরা হয়ে গেল। মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে মনে পড়ে গেল, মা’ও ভালো ছবি আঁকতে পারত। টেবিল-ক্লথ, বসার আসনে কত সুন্দর সব ছবি সেলাই করে ফুটিয়ে তুলতো।
মোবাইল বেজে উঠল…..
“সুগত, হারু-কে পুলিশ ধরে নিয়ে গেল! নেতার ছেলের গায়ে হাত তোলার ফল!”
“এ কেমন বিচার রে, সুজয়!!”
সারাদিন মনমরা থেকে রাতের নির্জনতায় নিজেকে ভাসিয়ে দিল।
স্বপ্নে মা এল -“খোকা! এখন আর ছবি আঁকিস না! বড্ড অন্ধকার!”
বিশ্বজিৎ কর। কলকাতা। পশ্চিমবঙ্গ।