অন্ধকারে মাকড়সার স্বচ্ছ জাল
মোহাম্মদ আবুল হাচান মিয়া
মৌলিক স্বরে এখন আর নৃত্য করে না
যদিও বুকের চিলেকোঠায় শব্দেরা পুঞ্জিভূত;
কথার বাতাবরণে বুদ্ধিজীবী
কবিতা হয় না জেনেও নির্লিপ্ত কাব্য রচে
এবং কন্ঠে ভাব
রঙিন পর্দায় উপস্থিত মুগ্ধ হাসির মূর্ছনা!
স্বরলিপির স্বরলোপে যজ্ঞে হবির্ভি
রূপের উন্মাদনায় নতুন কর্পোরেট বাণিজ্য খুলে।
ইশারায় গল্প হয় নাট্যমঞ্চে নটরাজ সে তো পর্দার বাইরে
বর্বর দৃশ্য; তখনও
বন্ধ কফিনে পায়চারি করে মৌলিক মানচিত্র!
চারদিকে উড়ে উদয় মধুবাজ
উথলে ওঠে প্রেম মুক্তির অতৃপ্ত বাসনা!
অনাগত গল্পগুলো স্বাধীন হয়েও মুক্তি পায়নি
মুক্ত হয়নি প্রজন্ম;
অথচ
চারদিকে ডানা ঝাপটায় হরিৎ বর্ণ শঙ্খচিল।