দূরের নাভীমূল
–মোশ্ রাফি মুকুল
সব হায়ারোগ্লিফিক্স কী পড়া হয়ে ওঠে?পাঠ করা হয় সব কাঁচের পুঁথি?
ইন্দ্রীয়ের সবকথা,কবিতার জড়তা?
পড়া হয়ে ওঠে দ্রোণের-
ভ্রূণের হায়ারোগ্লিফিক্স?
না পড়া হায়ারোগ্লিফিক্স খুঁড়তে খুঁড়তে
মিথুনমিত্রও হারিয়ে যায় দ্বন্দ্ব ও দোতারায়।
দূরের নাভীমূলে হারিয়ে যায় যোজন যোজন প্রেম,
বালক দৌড় এবং বালিকা দূরত্ব।
উড়ন্ত ঘুড়ির একজোড়া ঠোঁটের নিচে তখনও অশ্বত্থ ফুলের জন্ম গন্ধ!
দূরের দূরত্বে,শ্বেত অশ্ব খুরের ধুলোর মতো বাতাসে মিলিয়ে যায় কতো সম্পর্কের পরম্পরা-
প্রবাহিত নদী,অতিবাহিত সময়কে কেউ মান্য করেনা,রমণভূমিতে গড়ে চলে ঢেউখেলা বালুর স্তন,
ফসলের ফসিল,হিমের ফলক
মিথের শহর- মিথিলানগর!
রক্ত,শ্রম,লালঘাম আর
ডিম্বাণু-শুক্রাণুই ঢুকে যায় কতো তৃষ্ণার্ত রানার-
ডাকবাক্স বিহীন খোলাচিঠি, ভালোবাসার বিচিত্র ছাপচিত্র!