ফাল্গুনের কৃষ্ণ চূড়ার সেরা থেকে কবি আবু জাফর সিকদার এর কবিতা “স্বপ্নবিলাস মায়াকুঞ্জে ”

657
কবি আবু জাফর সিকদার এর কবিতা “স্বপ্নবিলাস মায়াকুঞ্জে ”
কবি আবু জাফর সিকদার

স্বপ্নবিলাস মায়াকুঞ্জে

                      আবু জাফর সিকদার
….

যে মেয়েটি আত্মহননকে বেছে নিয়েছিলো গতকাল
কবিতার ভেতর জন্ম দিয়ে হৃদয়পুষ্পধাম
আকাশনীলা তার নাম।
অপরাজিতা ফুলের মতো দিল

ধবধবে সাদাকে গিলে খেয়েছে নীল
বিষ কেন এত মধুর হয়, জানো কী মহাকাল ?
বাম পাঁজরে শোকের ছায়া
দু’নয়নে আঁকা ছবি, অলিক মায়া

হিমাদ্রী মেঘে কষ্ট জমে হিম
বৃষ্টি নামে নামুক তবে রিমঝিম রিমঝিম।
স্বপ্নবিলাস মায়াকুঞ্জ লোনাজলে ভাসে
হাওয়ার টানে ছিঁড়লো বাদাম অনায়াসে

সকাল সাঁঝে মোহকায়া কষ্টকাঁটায় বিঁধে
দুঃখ সুখের হিসাব কষে দেহজ যমজ খিদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here