সাম্যবাদী জীবন দর্শনের কবি-অমিতাভ মীর লিখেছেন কবিতা “যদি বেঁচে যায় প্রাণ”

667
সাম্যবাদী জীবন দর্শনের কবি-অমিতাভ মীর লিখেছেন কবিতা “যদি বেঁচে যায় প্রাণ”

যদি বেঁচে যায় প্রাণ

                      – অমিতাভ মীর

পৃথিবী অস্থির ভীষণ, অনিশ্চিত জীবন,
অহঙ্কার এখন আক্ষেপের গহ্বরে-
কদাচিৎ দেখা মেলে ভিডিও কনফারেন্সে,
হঠকারিতার দায়; যমদূত নিয়েছে কখন!

শক্তি প্রদর্শণে মানুষ মারার অভিলাষ,
মারণাস্ত্র নির্মাণের বিলিয়ন বিনিয়োগে
অপবিত্র করেছো মাটিকে রক্তের ধারায়,
অদৃশ্য শত্রুর কাছে; আহা মানুষ, কত যে অসহায়।

লোভ-মোহ, হিংসা-দ্বেষ, মদমত্ত অহংকার,
আজ করেছো মৃত্যুর ভয়ে নিজেকে আড়াল,
এ মহামারী বিদায় নেবেই প্রকৃতির নিয়মে,
বোধ; তখনও কি থাকবে অচৈতন্যের বিবরে?

মনুষ্যত্ব নেই যার সে ছিলো কি মানুষ এ পৃথিবীতে?
ইতিহাস লেখা হয়েছে অমানুষের কুকীর্তিতে।
যদি বেঁচে যায় প্রাণ ক্ষুদ্র সুকর্মের প্রতিদানে,
এ বিবেক জেগে উঠুক শুধু; মানুষের কল্যাণে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here