আমরা তো লাশ
সাহানুকা হাসান শিখা
লাশ বলে,ও ভাই লাশ
চলো গনকবরে।
আমাদের হিসেব আর,
ছাপবে না যে খবরে।
জীবন হবে স্বাভাবিক,
খুলবে লক ডাউন,
আমাদের দল ভারী হবে
সাজাক ওরা টাউন।
রাস্তায় রাস্তায় আমরা শুধু
করবো লাশের মিছিল,
লক্ষ লক্ষ লাশ হবে,
আমাদের সাথে সামিল।
ক্ষমতার জোরে করবে বড়াই,
জীবন হবে নষ্ট।
ক্ষতি কি মোদের,আমরা তো লাশ,
মনে নেই কোন কষ্ট।
চালাবে দেশ,চলবে সমাবেশ,
তাঁরাই পাবে বাহ্ বা বেশ।
কান্না করবে স্বজন মোদের,
আজীবন হবে ক্লেশ।
অর্থনীতি করবে সচল,
এইটাই তাদের যুক্তি
মানুষ মরুক,সংখ্যা কমুক,
তাতেই তাদের মুক্তি।