ভারত থেকে কবি মধুছন্দা গাঙ্গুলী লিখেছেন জীবনবোধের কবিতা “পরিচয় ”

609

পরিচয়

        মধুছন্দা গাঙ্গুলী

নীলাকাশ জুড়ে যখন কালো মেঘ ছায়,
বিষন্নতায় ভরা মন নিজেকে শুধায়..
কে তুমি; কে তুমি; কে তুমি …. !

অন্ধকার চারিদিক নামছে দুর্জয়,
প্রশ্ন ওঠে মন মাঝে, সাথে নিয়ে ভয়..
কে তুমি; কে তুমি; কে তুমি …. !

মনের আয়নায় আবছা আলো ছায়া,
স্পষ্ট দেখিনি তো নিজ মুখ কায়া..
তাই প্রশ্ন জাগে মনে…কে তুমি; কে তুমি; কে তুমি …. !

শীতের বিদায় বেলায় আমের বউল ফোটে,
কাল বৈশাখী তার নিজের দাপটে ছোটে,
ভয়াতুর মন বলে…কে তুমি; কে তুমি; কে তুমি …. !

সেদিনও এর কোনো পাইনি উত্তর,
চারিদিক চুপচাপ সবাই নিরুত্তর,
একটি নাম শুধু নিয়ে বয়ে চলা..
নামেই শুরু ও নামেই শেষ বেলা,

নাম সে তো কয়েকটি অক্ষরের সমাহার,
পরিচয়হীন মন তাই প্রশ্ন করে বার বার
কে তুমি; কে তুমি; কে তুমি …. !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here