কালো অক্ষর
ছন্দা দাশ
লিখতে বলেছ অক্ষরে
লিখতে তো পারি কতোকিছুই।
তোমার কথা,আমার কথা কিংবা
আমাদের কথা।
সেই ধূ ধূ করা মাঠে আর ডালপালা
মেলে তাকিয়ে থাকা ন্যাড়া বটগাছের কথা।
তুমি বলেছিলে বর্ষা আসুক নুতন পাতা গজাবে।
আমি বললাম যদি বর্ষা না আসে!
তাই কি হয়?
আমি ভাবলাম বর্ষা এলে দেখে যাবো
গাছের আনন্দ।
তারপর কতোকাল কেটে গেছে। আমাদের
আর যাওয়া হয়নি ধূ ধূ করা মাঠে।
তার পরিবর্তে আমিই কখন গাছ হয়ে গেছি।
তুমি বর্ষা হয়ে এলেনা আজও।