হানাদার বেনিয়াদের প্রেতাত্মারা
—শেখ শফিক
হানাদার বেনিয়াদের প্রেতাত্মারা এখনো আসে দিনে রাতে,
পংকিল নর্দমার সাগরে চুপিসারে
বৈচি খেলার সময়ের উষ্ণ সরোবরে
নীলাচলে নীলটিপ পরে নীলাম্বরী বেশে।
চোরা বালির শ্বাসত আহ্বানে
অশরীরি আত্মা খেলা করে,
প্রমোদ তরীর ঢেউ এর নৃত্য
সমাহিত হয় জলের শেষ কৃত্য।
হানাদার বেনিয়াদের প্রেতাত্মারা এখনো আসে আকাশে বাতাসে,
কলঙ্কিত মালঞ্চ পথপারে,
কৈশরের আড়ি পাতার প্রহরের
কালো হরিন চোখের ইশারায়।
অমাবশ্যার গাঢ় অন্ধকারে,
লুটেরাদের সরব কাণ্ডকালে।
রঙ্গমঞ্চের অট্রহাসির নজরানার স্বীকার
দর্শকগণের ব্যর্থ প্রয়াসে,
হানাদার বেনিয়াদের প্রেতাত্মারা এখনো আসে
বাংলাদেশে সর্বগ্রাসী রথে।