“রোজ মরে মানুষ ”কবিতাটি লিখেছেন ভারত থেকে সাহিত্যের অন্যতম সারথি কবি-সুমিতা বর্ধন

348
“রোজ মরে মানুষ ”কবিতাটি লিখেছেন ভারত থেকে সাহিত্যের অন্যতম সারথি কবি-সুমিতা বর্ধন

রোজ মরে মানুষ

              সুমিতা বর্ধন

কতো বার মরতে হয় ঠিক জানি না
মহাপুরুষরা বলে গেছেন- কাপুরুষরা নাকি
মরার আগেই মরে হাজার বার।
মানুষ রোজ ছুটেই চলেছে জীবনের জন্য, দু-মুঠো খাবারের জন্য,
আর এই ছুটতে গিয়েও
মরে মানুষ হাজার বার।
বিলাসিতা ,আরাম আয়েশের- ঘোরে বিভোর হয়েও মানুষ
রোজ মরে হাজার বার।
অট্টালিকা ,কুঁড়ে ঘর বা ফুটপাত
কোন ফারাক নেই এই সংসারে,
মরছে মানুষ হাজার বার ,
রোজ মরে, প্রতি দিন মরে
কেউ মরে চাকুরীর লাইনে
কেউ মরে সংসারের চাকায় পিষ্ট হয়ে,
কেউ মরে সামাজিক লাঞ্ছনায়,
কেউ মরে অর্থ সংকটে
কেউ মরে ভাগ্যের চাপে,
কেউ মরে ভালবাসার গ্যাড়াকলে আটকে,
বিশ্বাসের দরজায় আঘাতে আঘাতে-
মনের অন্তঃস্থলে মরে যায় সেই মানুষটি,
এমনি হাজারো প্রশ্ন চিহ্নের মুখে
মানুষ একবার নয়
রোজ মরে ,বার বার মরে
প্রতিদিন আর প্রতি মুহূর্ত।
তারপরেও বাঁচার লড়াই
বাঁচানোর লড়াই ।
আসলে মানুষ মরে একবারই
জীবন যুদ্ধে জয়ী হতে
মানুষকে মরতে হয় বার বার, হাজার বার।
তাই বলে মানুষ কাপুরুষ নয়।
বাঁচতে গেলে মরতে হয়
বার বার প্রতি বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here