“বিদায়ী বছর”কবিতাটি লিখেছেন আমেরিকার আটলান্টা থেকে সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি ও লেখক জবা চৌধুরী ।

526
“বিদায়ী বছর”
সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি ও লেখক জবা চৌধুরী ।

বিদায়ী বছর

                   জবা চৌধুরী

চলতে পথে হাজার বাধা
পিছিয়ে পড়ার ভয়
চাইনা মোরা পিছিয়ে যেতে
প্রাণ কতো না আপদ সয়।

মৃত্যু, ধ্বংস, চলে অহঃরহ
সইতে হয় কতশত
দুর্ঘটনারা অজান্তে আসে
জীবন কত হয় বিগত।

দেশ ভাঙ্গে কত মানুষের ভুলে
দেশবাসী হয় ভিন্ন
বছর আসে আর বছর চলে যায়
মনে এঁকে যায় চিহ্ন।

দেহের আঘাত চোখে দেখি মোরা
উপশম পরিচর্চায়
মনের আঘাত চুপিসারে কাঁদে
ক্ষণে ক্ষণে জেগে গর্জায়।

একটি বছরের কত সুখ-স্মৃতি
‘আমি’, ‘তুমি’ হই ‘আমরা’
ভালোবাসা ছোঁয় আকাশের সীমা
যেতে দিতে নাহি মন চায়।

সময় থামে না কোনো অজুহাতে
তাই চলে যেতে তারে দিতে হয়
সুখ-দুখ চলে সময়ের ফেরে
মন হেসে-কেঁদে সবই সয়।

বছর পেরোয় দিন গুণে গুণে
বিদায়ের বাঁশি মনে বাজে
আবার বুকে বেঁধে নিয়ে শত শুভ-আশা
বরণের সাজে মন ফের সাজে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here