তৃষ্ণা
ছন্দা দাশ।
বাতাসে কান পেতে আছি অনেক কাল,
একটি কণ্ঠস্বর শুনবার আশায়।মধ্যাহ্ণের
ঝিমধরা প্রখর তাপে পুড়তে পুড়তেও কান
খাড়াই রেখেছি।অতন্দ্র প্রহরীর মত রাত
জাগা পাখী হোয়ে আছি সেই বজ্রকণ্ঠের
আশায়।বাতাস ছেড়ে মাটিতে, মাটি ছেড়ে
সাগরে,সাগর ছেড়ে মহাশূন্যের কাছে
কতবার মিনতি জানিয়ে বলেছি কৃপা কর, রয়
কৃপা কর হে আমার ঈশ্বর।আজ বড়ো
দূর্দিনে এই বাংলায়।আবার সেই নির্ভিক
ক্ণ্ঠস্বর শব্দভেদী বানের মত বজ্রকণ্ঠে
আওয়াজ তুলুক আমি আছি।সেই সুর
ঝড় তুলবে প্রতিটি বাঙালির রক্তে,কৃষকের
পেশীতে,মাঝির শিরায় শিরায়,শিশুর চোখের
তারায় আর আবহমান বাঙালির চেতনায়
আমি ছিলাম,আমি আছি, আমি থাকবো।