নতুন বছরের শুভেচ্ছার নিদর্শন স্বরূপ কবি -নাসরিন জাহান মাধুরী লিখেছেন কবিতা “কথা ”

617
কবি -নাসরিন জাহান মাধুরী

কথা

       ***নাসরিন জাহান মাধুরী

আমাকে নিয়ে লিখতে চেয়েছিলাম তোমাকে
আমার অনেক না বলা কথা জমে আছে
তুমি শুনতে চেয়েছিলে হয়তো
আমি কি ভেবে আর বলিনি
তাই না বলাই থেকে যাবে হয়তো
এখন আমার চোখের পাতা ভারী হয়ে আসছে
চোখ মেলে থাকাটাও যেন অনেক কঠিন
তুমি রাত জেগে পাহারা দাও সুখদের
সুখেরা চোরা পথে চলে যায় অন্য গলিতে
তুমি বোকা দাঁড়িয়ে থাকো —
আমি বরং ঘুমাই
আমার কথা গুলো ঘুমাতে ঘমাতে ভুলে যাবো
দেখা হলে বলবো কেমন আছো?
এতদিন কোথায় ছিলে
ঘুণাক্ষরেও মনে পড়বে না
আমার কিছু কথা তোমাকে বলার ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here