পালেরমো,ইতালি থেকে নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ কবি ~সৈয়দা ইয়াসমীন লিখেছেন কবিতাগুচ্ছ “এ কেমন নেশা?” “আমিও মানুষ” “আহারে জীবন”

491
ইতালি থেকে কবি ~সৈয়দা ইয়াসমীন

এ কেমন নেশা?

                 ~সৈয়দা ইয়াসমীন

আজ আমার এমন লাগছে কেন
সেই ফেলে আসা অতীত এতো টানছে কেন!
এতো কষ্ট কেন,মনের ভেতর কান্না কেন
যা ফেলে এসেছি তা আবার ভাবছি কেন!

আমি তো ভালোই আছি,বর্তমানে বেশ আছি
তবুও আজ মন আমার পেছন দিকে হাঁটছে কেন!
বারবার নতজানু হই আমি কিসের টানে
কোন চুম্বকের টানে ছুটছি আবার কিসের পানে!

যা গেছে সে তো গেছে,ভাবতে চাই না আর
স্মৃতিগুলো মনে করে কাঁদতে চাই না আর।
সয়েছি বহু, ভেসেছি অনেক কান্নার জলে
হেঁটেছি সম্মুখে তবু সবকিছু পেছনে ফেলে।

               ২

আমিও মানুষ

        ~সৈয়দা ইয়াসমীন

আমি মানুষ,তোমাদেরই মতো মানুষ
আগুনের লেলিহান,আর্তনাদের জ্বালা আমি জানি
কষ্টের ভাষা, হৃদয় পোড়ার গন্ধ ও আমি চিনি।

আমি মানুষ, হ্যাঁ তোমাদেরই মতো মানুষ
তবে এখন কোন কষ্ট আমায় কাঁদাতে পারে না
কাঠিন্য ভয় দেখাতে,আগুন জ্বালাতে পারে না।

ভেবো না আমি এমনই ছিলাম,এমন হতে হয়েছে
,সময়ের বদলা হাওয়া আমায় বদলে দিয়েছে
প্রয়োজন আর জঠিলতা কঠিন করেছে।

তবুও আমি মানুষ,তোমাদেরই মতো মানুষ
রক্তে মাংসে গড়া নিতান্তই এক সাধারণ মানুষ।

               ৩

আহারে জীবন

               ~সৈয়দা ইয়াসমীন

জীবন আর কতো শেখাবে তুমি!
সময় আর কতো দেখাবে তুমি!

প্রতিদিনই নতুন কিছু শুধু
শিখিয়ে যাচ্ছো নিরবদি
মনটা যে আমার পুড়াচ্ছো তোমরা
জন্ম থেকে আজবদি।

হৃদয় পোড়ার গন্ধ কি কখনও
বন্ধু শুনতে পাও না তোমরা?
পাহাড় সম কষ্টের জ্বালা বুকে
নিয়ে কাঁদছে মন ভোমরা।

আর কিছু শেখার ইচ্ছে নাই মোটেই
চাই শুধু শান্তির মহাদূত
দুনিয়াটা যে এক আজব খানা
বড়ো ই কঠিন আর অদ্ভূত!

শুধু জয় পরাজয়ের হিসেব চলে
শ্রমের নাই কানা কড়ি দাম
হিংসা -বিদ্বেশ সবকিছুতে শুধু
জয়ী হওয়ার যুদ্ধ অবিরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here