খোকার ইচ্ছে
শিরিন আফরোজ
ফুলে ভরা বাগানে
খোকা ঘুরে আপনমনে,
হরেক রকম আছে ফুল
খোকা ছিড়বে গোলাপফুল ।
নানান রঙের গোলাপফুল
ভাবনায় খোকা মশগুল ,
ছিড়তে পারবে একটা
নিতে চায় খোকা সবকটা।
মায়ের বকা শুনে খোকার
চোখে পানি পড়ে,
রঙিন প্রজাপতি দেখে খোকা
কান্না বন্ধ করে।
ফুলের কথা ভুলে যায় খোকা
প্রজাপতি দেখে,
এদিক থেকে ওদিক ছুটে
প্রজাপতির পিছে।
চেষ্টা করে, কষ্ট করে
ধরে প্রজাপতি,
চোখে,মুখে ভাসলো খোকার
খুশির আলোক বাতি।