ভারত থেকে বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক শিখা গুহ রায়’র কবিতা “সব মুছে যাক”

452
doinik alap
ভারত থেকে বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক শিখা গুহ রায়’র কবিতা “সব মুছে যাক ”

সব মুছে যাক
শিখা গুহ রায়

অসময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে
জীবন থেকে
যেতে দাও,
যা কিছু অবশিষ্ট সব ভেসে চলে যাক।

আমি আর চাই না সম্পর্কগুলো
সেচ প্রকল্পের মত হোক
বহু ব্যয়ে নির্মিত অকার্যকর বাঁধ।

আটপৌরে সংসার
টুকিটাকি খুনসুটি
জীবন যেনো এলোমেলো
ভালোবাসা বিহীন ধীরগতিতে চলছে।

ফানুসের মতো পুড়ে পুড়ে
খুব দূরে উড়ে উড়ে চলছে অজানায়।
হঠাৎ ব্রেক কষে থেমে যাওয়া
বাসের মতো মাঝপথে জীবনটা থেমে যাচ্ছে।

মিথ্যে আদিখ্যেতা আর দেখতে চাই না
চাই না গা জ্বালা করা বিশ্রী সব ঢং
প্রতিশ্রুতির দোলাই তো দোদুল দোলায় অপ্রীতিকর সব না বলা কথা,হায় জীবন!

সব মুছে যাক সব সব
এ জীবনের যতো আঁকা
চকের রেখার মতো
ডাস্টারের ছোঁয়ার মত সব মুছে যাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here