একটি বিহবল মুহূর্ত
(রেবা হাবিব)..
সারাদিন ঘুরে বেড়াই ভবঘুরে বারান্দার হিম বাতাসে!
ঝিম ধরা মন ফড়িং জেগে উঠে না সন্ধ্যা মালতির রাতে।
গরমিলের অন্তমিল হয়তো থাকে কোথাও, এগুনোর আগেই পিছিয়ে পড়া,
জোরে নিঃশ্বাস নেওয়া পুরাতন বিধি নিষেধ নিয়ে, নেই কোন অভিযোগ।
বিশ্বাসের কাছে নিজেই বিখ্যাত হয়ে বসে আছি!
বৃষ্টি ভেজা দিনে কারো ডাকে সারা দিতে ইচ্ছা করে না।
নীল গল্পগুলো অতিমাত্রায় ভয়ংকর খইয়ের মত!
শুধু ফুটতে থাকে হৃদয়ে।
ইদানীং গদ্য – পদ্য খোঁজে শুধু তুলতুলে সরলতা!
মন জানান দেয়, অন্ধকারকে পড়ো, ব্যবধান শিখো
বারংবার বৃষ্টি উৎসবের নিমন্ত্রণ পত্রে লিখো না নিজের নাম!
ডুবন্ত সূর্যের আলো মেখে,আমি তার চোখে চোখ রেখেছি বহুবার!
মনে হয়নি এ বসুন্ধরায় সে হবে আমার গোপন প্রেমিক!